10th December 2022 Current Affairs in Bengali | 10th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ এসেছি 10th December 2022 Current Affairs in Bengali | 10th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে10th December 2022 Current Affairs in Bengali | 10th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

10th December 2022 Current Affairs in Bengali | 10th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “আন্তর্জাতিক মানবাধিকার দিবস” (Human Rights Day) কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 10th ডিসেম্বর

  1. কোন সিনেমা হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশনে স্পটলাইট পুরস্কার জিতলো?

উত্তর:- RRR

  1. 2023 সালে বিজ্ঞাপনের বাজারে ভারতের র‍্যাঙ্ক কত হতে চলেছে?

উত্তর:- অষ্টম স্থান

  1. সম্প্রতি জম্মু ও কাশ্মীর এবং লাদাখের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- তাশি রাবস্তান

  1. ফেব্রুয়ারিতে ভারত 12 তম বিশ্ব হিন্দি সম্মেলন কোথায় আয়োজন করতে চলছে?

উত্তর:- ফিজি- তে

  1. অনলাইন ভোটের মাধ্যমে “বছরের সেরা শব্দ” নির্বাচিত হয়েছে কোনটি?

উত্তর:- Goblin mode (গবলিন মোড)।

  1. BBC দ্বারা প্রকাশিত বিশ্বের 100 জন প্রভাবশালী নারীর তালিকায় কতজন ভারতীয় মহিলা অন্তর্ভুক্ত হয়েছে?

উত্তর:- চারজন মহিলা

  1. বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ নির্মাণ শুরু করেছে কোন দেশে?

উত্তর:- অস্ট্রেলিয়া

  1. RBI দ্বারা প্রকাশিত মুদ্রানীতি কমিটির বর্তমান রেপো রেট কত?

উত্তর:- 6.25 শতাংশ।

  1. গুগল সম্প্রতি কোন দেশে ভুল তথ্য বিরোধী প্রচারাভিযান শুরু করেছে?

উত্তর:- ভারত

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।