10th August 2023 Current Affairs in Bengali Quiz | 10th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 10th August 2023 Current Affairs in Bengali Quiz | 10th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 10th August 2023 Current Affairs in Bengali Quiz | 10th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

10th August 2023 Current Affairs in Bengali Quiz | 10th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “আন্তর্জাতিক বায়োডিজেল দিবস” (International Biodiesel Day) কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 10th আগস্ট

2. “বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023” -এ ভারতীয় দলের নেতৃত্ব দেবেন কে?

উত্তর:- নীরজ চোপড়া

3. 2023 সালের জুলাই মাসের জন্য ভারতের GST সংগ্রহ কত?

উত্তর:- ১.৬৫ লাখ কোটি টাকা

4. সম্প্রতি কোন কোন রাজ্য সরকার ‘অমৃত বৃক্ষ আন্দোলন’ (Amrit Brikshya Andolan) অ্যাপ চালু করেছে?

উত্তর:- আসাম

5. ‘উনমেশা’ এবং ‘উৎকর্ষ’ উৎসব কোন রাজ্যে পালিত হলো করা হয়েছিল?

উত্তর:- মধ্যপ্রদেশ

6. কোন কেন্দ্রীয় মন্ত্রক সম্প্রতি ‘আয়ুষ ভিসা’ (Ayush Visa) নামে একটি নতুন ভিসা বিভাগ চালু করেছে?

উত্তর:- স্বরাষ্ট্র মন্ত্রণালয়

7. কোন দেশে BRICS স্টার্টআপ ফোরাম চালু হবে?

উত্তর:- ভারত

8. T20 আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 100টি ছক্কা মেরেছেন কে?

উত্তর:- সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)

9. দেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশব্যাপী কোন অভিযান শুরু হয়েছে?

উত্তর:- ‘আমার মা আমার দেশ’ (‘My mother my country’).

10. সম্প্রতি কোন রাজ্যের বিধানসভা ‘সম নাগরিক বিধি’ র বিরোধিতা করে একটি প্রস্তাব পাস করেছে?

উত্তর:- কেরালা।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।