Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 10th April 2023 Bengali Current Affairs Quiz | 10th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 10th April 2023 Bengali Current Affairs Quiz | 10th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
10th April 2023 Bengali Current Affairs Quiz | 10th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “আন্তর্জাতিক ভাইবোন দিবস” (International Siblings Day) কবে পালিত হয়ে থাকে?
10th এপ্রিল
- সম্প্রতি ভারতের কোন রাজ্যে 100% রেলওয়ে বিদ্যুতায়নের কাজ সুসম্পন্ন হয়েছে?
উত্তর:- হরিয়ানা
- সম্প্রতি তুরস্কের অনুমোদনের পর কোন দেশটি 31তম ন্যাটো সদস্য দেশ হিসেবে যোগদান করলো?
উত্তর:- ফিনল্যান্ড
- সম্প্রতি কোন রাজ্য ‘লোকতন্ত্র প্রহারি সম্মান আইন’ বাতিল বলে ঘোষণা করেছে?
উত্তর:- হিমাচল প্রদেশ
- সম্প্রতি ফোর্বস প্রকাশিত বিলিয়নিয়ারদের বার্ষিক তালিকায় কে শীর্ষস্থান অধিকার করেছে?
উত্তর:- বার্নার্ড আর্নল্ট
- সম্প্রতি প্রকাশিত “World Tree City List” -এ দ্বিতীয় স্থান পেল ভারতের কোন শহর?
উত্তর:- মুম্বাই
- সম্প্রতি কোন রাজ্যের ‘কাংড়া চা’ GI ট্যাগ পেয়েছে?
উত্তর:- হিমাচল প্রদেশ
- সম্প্রতি প্রকাশিত “2023 Passport Index Points” -এ ভারতে কততম স্থানে রয়েছে?
উত্তর:- ১৪৪
- সম্প্রতি “সাগর সেতু” নামক মোবাইল অ্যাপ্লিকেশনটি কে চালু করেছে?
উত্তর:- নৌপরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
- সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া ‘SLINEX-2023’ -এর আয়োজক দেশ কোনটি?
উত্তর:- শ্রীলঙ্কা।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।