100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | 100 General Knowledge Questions and Answers | Part-3

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 100 General Knowledge Questions and Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | 100 General Knowledge Questions and Answers

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | 100 General Knowledge Questions and Answers

  1. ভারতে রাষ্ট্রপতির মেয়াদ কত বছর?

উত্তরঃ পাঁচটি।

  1. ভারতে উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হয়ে থাকে?

উত্তরঃ সংসদ।

  1. ভারতের গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর: 1946

  1. ভারতীয় জনতা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: 06 এপ্রিল 1980

  1. আম আদমি পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: 26 নভেম্বর 2012

  1. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল?

উত্তরঃ ডব্লিউ সি ব্যানার্জী।

  1. ভারতীয় জনসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: 21 অক্টোবর 1951

  1. ভারতীয় জনতা পার্টির প্রতীক ছিহ্ন কি?

উত্তরঃ পদ্মফুল।

  1. 2014 সালে পরিকল্পনা কমিশনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে?

উত্তরঃ নীতি আয়োগ।

  1. ভারতীয় জনতা পার্টির সদর দপ্তর অবস্থিত কোন শহরে?

উত্তর: নয়াদিল্লি।

  1. সবচেয়ে কঠিন ধাতু কোনটি?

উত্তরঃ হীরা।

  1. পিতল কোন কোন ধাতুর মিশ্রণ?

উত্তরঃ তামা ও দস্তা।

  1. মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি?

উত্তরঃ স্টেপেস।

  1. চোখের কোন অংশটি চোখের রঙ নির্ধারণ করে?

উত্তরঃ আইরিস।

  1. খাদ্যে উপস্থিত শক্তি পরিমাপ করা হয় কোন এককে?

উত্তরঃ ক্যালোরি।

  1. দুধের ঘনত্ব পরিমাপক যন্ত্র কোনটি?

উত্তরঃ ল্যাকটোমিটার।

  1. কোন বিজ্ঞানী ইলেকট্রন আবিষ্কার করেছিলেন?

উত্তরঃ জে.জে থমসন।

  1. বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের উপস্থিতিকে কী বলা হয়?

উত্তরঃ আর্দ্রতা।

  1. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত কোন শহরে?

উত্তরঃ ব্যাঙ্গালোর।

  1. পানি বা জল কোন দুটি গ্যাস নিয়ে গঠিত?

উত্তরঃ হাইড্রোজেন ও অক্সিজেন।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।