Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 100 General Knowledge Questions and Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | 100 General Knowledge Questions and Answers।
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | 100 General Knowledge Questions and Answers
- ভারতে রাষ্ট্রপতির মেয়াদ কত বছর?
উত্তরঃ পাঁচটি।
- ভারতে উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হয়ে থাকে?
উত্তরঃ সংসদ।
- ভারতের গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: 1946
- ভারতীয় জনতা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: 06 এপ্রিল 1980
- আম আদমি পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here
উত্তর: 26 নভেম্বর 2012
- ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল?
উত্তরঃ ডব্লিউ সি ব্যানার্জী।
- ভারতীয় জনসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: 21 অক্টোবর 1951
- ভারতীয় জনতা পার্টির প্রতীক ছিহ্ন কি?
উত্তরঃ পদ্মফুল।
- 2014 সালে পরিকল্পনা কমিশনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে?
উত্তরঃ নীতি আয়োগ।
- ভারতীয় জনতা পার্টির সদর দপ্তর অবস্থিত কোন শহরে?
উত্তর: নয়াদিল্লি।
- সবচেয়ে কঠিন ধাতু কোনটি?
উত্তরঃ হীরা।
- পিতল কোন কোন ধাতুর মিশ্রণ?
উত্তরঃ তামা ও দস্তা।
- মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি?
উত্তরঃ স্টেপেস।
- চোখের কোন অংশটি চোখের রঙ নির্ধারণ করে?
উত্তরঃ আইরিস।
- খাদ্যে উপস্থিত শক্তি পরিমাপ করা হয় কোন এককে?
উত্তরঃ ক্যালোরি।
- দুধের ঘনত্ব পরিমাপক যন্ত্র কোনটি?
উত্তরঃ ল্যাকটোমিটার।
- কোন বিজ্ঞানী ইলেকট্রন আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ জে.জে থমসন।
- বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের উপস্থিতিকে কী বলা হয়?
উত্তরঃ আর্দ্রতা।
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত কোন শহরে?
উত্তরঃ ব্যাঙ্গালোর।
- পানি বা জল কোন দুটি গ্যাস নিয়ে গঠিত?
উত্তরঃ হাইড্রোজেন ও অক্সিজেন।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।