৩১০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আগামী পরীক্ষার জন্য | জিকে গাইড মান্থলি (ভার্সন – ২২ ) | Gk Guide Monthly [PDF] Version 22.0
হ্যালো বন্ধুরা ,
তোমাদের প্রত্যেককে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | বন্ধুরা সামনে Rail Group D , WBP Police, WBP SI, WBCS এর মত পরীক্ষা আগত তাই সেই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখেই আমরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছে Gk Guide Monthly জিকে গাইড মান্থলি ( ভার্সন – ২২) যার মধ্যে পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ এমন ৩১০ টি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি যেগুলো তোমরা আমাদের ডেইলি জিকে গাইডের মধ্যে পেয়ে থাক সেগুলোকে নিয়েইই মান্থলি এই পিডিএফ টি তৈরী করা হয়েছে |
তবে আর দেরী না করে নিচে দেওয়া লিংক থেকে এই মূল্যবান পিডিএফ টি সংগ্রহ করে নাও একেবারে বিনামূল্যে :-
নিচে কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হলো তোমাদের বোঝার সুবিধার্থে =>
Ans : ভারত
⧗ 2. কোচবিহার ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
⧗ 3. যামিনী কৃষ্ণমূর্তি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?
⧗ 4. কোন রাজার রাজত্বকালে ফা-হিয়েন ভারত ভ্রমন করেন ?
⧗ 5. মনসবদারী ব্যবস্থা কে প্রচলন করেন ?
⧗ 6. ভারতের পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত নিয়েছিলেন ?
⧗ 7. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
⧗ 8. চা-চাষের জন্য কোন মাটি বেশি উপযুক্ত ?
⧗ 9. SAARC শীর্ষ সম্মেলন প্রথম কোথায় অনুষ্ঠিত হয় ?
⧗ 10. দ্রোনাচার্য পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় ?
■ 12. পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে ?
■ 13. সিমহাদ্রি সুপার থার্মাল পাওয়ার প্লান্ট কোন রাজ্যে অবস্থিত ?
■ 14. উকাই থার্মাল পাওয়ার স্টেশন কোন রাজ্যে অবস্থিত ?
■ 15. কেম্পেগোদা আন্তর্জাতিক এয়ারপোর্ট কোথায় অবস্থিত ?
■ 16. রামসে ম্যাকডোনাল্ড কোন সালে ‘কমিউনাল আওয়ার্ড’ ঘোষণা করেন ?
■ 17. 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কে বিধবাবিবাহ আইন প্রচলন করেন ?
■ 18. প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা কবে কার্যকর হয় ?
■ 19. নিম্নের কোন শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে ?
■ 20. ফোলিক এসিডের অভাবে কোন রোগ হয় ?
★ 22. কার্জন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?
★ 23. কাইগা এটমিক পাওয়ার প্লান্ট কোন রাজ্যে অবস্থিত ?
★ 24. আন্তর্জাতিক আম উৎসব কোন দেশে দেখা যায় ?
★ 25. হুমায়ুন টম্ব কোথায় অবস্থিত ?
★ 26. ফতেপুর সিকরি কোথায় অবস্থিত ?
★ 27. মহাবলীপুরম মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
★ 28. মাউন্ট ইসো পর্বতশৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত ?
★ 29. মহাত্মা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
★ 30. চান্দলী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
✍ 42. ফুজিতা স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
✍ 43. মানবদেহে রক্ত সংবহন কে আবিষ্কার করেন ?
✍ 44. 1 নিউটন = কত ডাইন ?
✍ 45. পেরেক তোলার যন্ত্র কোন লিভারের মধ্যে পড়ে ?
✍ 46. 1 আলোকবর্ষ = কত কিমি ?
✍ 47. সাধারণ কথাবার্তায় শব্দের মাত্রা কত থাকে ?
✍ 48. ধানে ক্রোমোজোম সংখ্যা কত ?
✍ 49. ছত্রপতি উপাধি নিয়ে শিবাজীর রাজ্য-অভিষেক হয় কোন সালে ?
✍ 50. কত সালে ‘ভার্ণাকুলার প্রেস অ্যাক্ট’ পাশ হয় ?
বাকি প্রশ্নগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও
File Details ::
File Location : Google Drive
File Size : 700 kb
No. of Pages : 12