২৮০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আগামী পরীক্ষার জন্য | জিকে গাইড মান্থলি (ভার্সন – ১৬ ) | Gk Guide Monthly [PDF] Version 16.0

 

২৮০  টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আগামী পরীক্ষার জন্য | জিকে গাইড মান্থলি (ভার্সন – ১৬ ) | Gk Guide Monthly [PDF] Version 16.0

Gk Guide Monthly

 হ্যালো বন্ধুরা , 

                        তোমাদের প্রত্যেককে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | বন্ধুরা সামনে Rail Group D , WBP Police, WBP SI, WBCS এর মত পরীক্ষা আগত তাই সেই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখেই আমরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছে Gk Guide Monthly জিকে গাইড মান্থলি ( ভার্সন – ১৬)  যার মধ্যে পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ এমন  ২৮০ টি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি যেগুলো তোমরা আমাদের ডেইলি জিকে গাইডের মধ্যে পেয়ে থাক সেগুলোকে নিয়েইই মান্থলি এই পিডিএফ টি তৈরী করা হয়েছে | 

                        তবে আর দেরী না করে নিচে দেওয়া লিংক থেকে এই মূল্যবান পিডিএফ টি সংগ্রহ করে নাও একেবারে বিনামূল্যে :-

নিচে কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হলো তোমাদের বোঝার সুবিধার্থে =>


❂ 1. অস্ট্রেলিয়া সংসদের
নাম কি

Ans : ফেডারেল পার্লামেন্ট 

❂ 2.
আয়ারল্যান্ডের সংসদের নাম কি
Ans : ডেল এইরিন 

❂ 3.
আলজিরিয়ার সংসদের নাম কি
Ans : ন্যাশনাল পপুলার এসেম্বলি 

❂ 4.
ইজরায়েলের সংসদের নাম কি
Ans : নেসেট 

❂ 5.
জাপানের সংসদের নাম কি
Ans : ডায়েট 

❂ 6.
জর্ডনের সংসদের নাম কি
Ans : ন্যাশনাল এসেম্বলি 

❂ 7.
তুর্কির সংসদের নাম কি
Ans : গ্র্যান্ড ন্যাশনাল
এসেম্বলি
 

❂ 8.
নেদারল্যান্ডস এর সংসদের নাম কি
Ans : দ্য স্টেটেন জেনারেল

❂ 9.
নিউজিল্যান্ডের সংসদের নাম কি
Ans : হাউস অফ রিপ্রেজেন্টেটিভ 


10. ফিলিপিন্স এর সংসদের নাম কি ?
Ans : দ্য কংগ্রেস


11. আকবর আগ্রা ফোর্ট কত সালে স্থাপন করেন
Ans : 1565 সালে 


12. গুজরাট জয়ের স্মৃতিতে নির্মিত বুলন্দ দরজা কোন দেশের
শিল্পরীতিতে নির্মিত

Ans : ইরানীয়


13. পঞ্চমগুরু অর্জুন দেব কে মৃত্যুদন্ড দেন কোন শাসক
Ans : জাহাঙ্গীর 


14. জাহাঙ্গীর নিজে তুজুক-ই-জাহাঙ্গীরী
নামক আত্মজীবনী রচনা করেন কোন ভাষায়
Ans : ফার্সি 


15. বুন্দেল খন্ড বিদ্রোহ কার আমলে সংঘটিত হয়
Ans : শাহজাহান 
 
 
16. 22 বছর ধরে নির্মিত তাজমহলের স্থপতি কে ছিলেন
Ans : ওস্তাদ ইসা খাঁ


17. খাজুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়
Ans : 1658 সালে 


18. 1637 সালে কোন শাসক ময়ূর সিংহাসন তৈরি করেন
Ans : শাহজাহান


19. ইতমাদ-উদ-দৌলার সমাধি ভারতের কোথায় অবস্থিত
Ans : আগ্রা 


20. ঔরঙ্গজেব নির্মিত মোতি মসজিদ ভারতের কোথায় অবস্থিত
Ans : দিল্লী

◑ 21. ঘ্রানে
সহায়তা করে কোন স্নায়ু

Ans : অলফ্যাক্টরী স্নায়ু 

◑ 22. একটি
গুরুত্বপূর্ণ নিউরোহিউমার বা নিউরোট্রান্সমিটার হলো

Ans : অ্যাসিটাইল কোলিন

◑ 23. সুষুন্নাকাণ্ডের
কেন্দ্রে অবস্থিত গহ্বর টি হলো

Ans : নিউরোসিল 

◑ 24. মস্তিষ্কের
পনস এর নিউমোট্যাক্সিক কেন্দ্র টি কোনটি নিয়ন্ত্রণের কেন্দ্র হিসেবে কাজ করে

Ans : শ্বাসকার্য

◑ 25. ভাঁজ বা
জাইরাস মস্তিষ্কের কোথায় অবস্থিত

Ans : সেরিব্রাল হেমিস্ফিয়ারের
উপরিতলে

◑ 26. পায়রার
রেমিজেস পালকের সংখ্যা কত গুলি

Ans : 23 টি

◑ 27. ভারতীয়
সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল

Ans : জওহরলাল নেহেরু 

◑ 28. অপটিক
নার্ভ কি কাজে সাহায্য করে

Ans : দর্শনে 

◑ 29. ভারতীয়
সংবিধানে সংশোধনের বিষয়টি উল্লেখ রয়েছে কোন ধারায়

Ans : ধারা 368

◑ 30. বক্সা
পার্বত্য গিরিপথটি প্রধানত পশ্চিমবঙ্গের কোন জেলার সঙ্গে যুক্ত

Ans : জলপাইগুড়ি


31. 1614 সালে কে লগারিদমের সারণী তৈরি করেন
Ans : জন নেপিয়ার 


32. কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ কোন দেশের নাগরিক
Ans : ব্রিটেন


33. সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার কোনটি
Ans : ইউনিভ্যাক 


34. কোন প্রজন্মের কম্পিউটারে সর্বপ্রথম উচ্চতর প্রোগ্রামিং ভাষা
ব্যবহৃত হয়েছিল

Ans : দ্বিতীয় প্রজন্ম 


35. মনোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার হয় কোন প্রজন্মের
কম্পিউটারে

Ans : তৃতীয় 


36. কোন প্রজন্মে কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়
Ans : তৃতীয় প্রজন্ম
 

37. মাইক্রোসফট কোম্পানির এর প্রধান সফটওয়ার স্থপতির নাম কি
Ans : বিল গেটস 


38. মাইক্রোপ্রসেসর অতি ছোট মাপের অতি অল্প আয়তনবিশিষ্ট ___ এর তৈরী
Ans : সিলিকন 


39. কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষার রূপান্তর করে কোনটি
Ans : মডেম 


40. কোনটি হার্ডওয়্যার ও এপ্লিকেশনের মধ্যে যোগসূত্র রক্ষা করে
Ans : অপারেটিং সিস্টেম


41. স্পেস এপ্লিকেশন সেন্টার ভারতের কোথায় অবস্থিত
Ans : আমেদাবাদ
 

42. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সির সদর দপ্তর কোথায় অবস্থিত
Ans : হায়দ্রাবাদ 


43. সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন কোন সালে
গঠিত হয়

Ans : 1967 সালে 


44. ইনল্যান্ড ওয়াটারওয়েজ অর্থরিটি অফ ইন্ডিয়া কোন সালে গঠিত হয়
Ans : 1986 সালে


45. পরিবেশ সংক্রান্ত বিশ্নোই আন্দোলন কোন রাজ্যে শুরু হয়
Ans : রাজস্থান 


46. মিটটি বাঁচাও আন্দোলন কোন রাজ্যে শুরু হয়
Ans : মধ্যপ্রদেশ


47. ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোন
রাজ্যে অবস্থিত

Ans : হিমাচল প্রদেশ
 

48. ভোজ জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত
Ans : মধ্যপ্রদেশ


49. ক্যালিমিয়ার বিন্দু নামক জলাভূমিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত
Ans : তামিলনাড়ু 


50. সোমারিরি জলাভূমিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত
Ans : জম্মু
ও কাশ্মীর










51. কোন বংশের রাজত্বকালে ভারতহুত স্তুপ নির্মিত হয়
Ans : শুঙ্গ বংশ 


52. শুঙ্গ বংশের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন
Ans : পতঞ্জলি 


53. কুষান বংশের শেষ রাজা কে ছিলেন
Ans : বাসুদেব
 

54. সূত্রালঙ্কার – গ্রন্থটি কে রচনা করেন
Ans : অশ্বঘোষ 


55. ভারতে স্বর্ণমুদ্রা (দীনার) এর আবির্ভাব ঘটে কার আমলে
Ans : কুষানরাজ বীম কদফিসেস


56. হাতিগুম্ফা লেখ থেকে কোন রাজার কথা জানা যায়
Ans : খারবেল 


57. কোন রাজার উপাধি ছিল দৈবপুত্র‘ ? 
Ans : অশোক 


58. কোন রাজার আমলে মথুরা ছিল ভাস্কর্য শিল্পের প্রখ্যাত অনুশীলন
কেন্দ্র

Ans : কনিষ্ক 


59. কোন যুগে প্রথম স্থায়ী বস্তু ইট ও পাথর দিয়ে মন্দির নির্মাণ
শুরু হয়

Ans : গুপ্ত বংশ 


60. কোন শাসকের উপাধি ছিল মহামল্ল‘ ? 
Ans : প্রথম নরসিংহ বর্মন


61. স্থির তড়িৎ এর সূত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানী
Ans : কুলম্ব 


62. বেতার যন্ত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানী
Ans : মার্কনি 


63. স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী
Ans : জেমস ওয়াট 


64. বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী
Ans : টমাস আলভা এডিসন


65. তড়িৎ কোশ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী
Ans : আলেসান্দ্রো ভোল্টা 


66. তড়িৎচুম্বকীয় তত্ত্বের আবিষ্কার করেন কোন বিজ্ঞানী
Ans : মাইকেল ফ্যারাডে


67. তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী
Ans : ওরস্টেড


68. তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী
Ans : বেকারেল 


69. প্লবতার ধারণা ও পরিমাপ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী
Ans : আর্কিমিডিস 


70. ইলেকট্রনের দ্বৈত সত্ত্বার আবিষ্কার করেন কোন বিজ্ঞানী
Ans : ডি ব্রগলি


71. সাইভায়ানাইট – কোন ধাতুর আকরিক
Ans : সোনা 


72. ক্যালোমেল – কোন ধাতুর আকরিক
Ans : পারদ 


73. ফ্লোরেঅ্যাপেটাইট – কোন ধাতুর আকরিক
Ans : ফরফরাস


74. ক্যাসিটেরাইট – কোন ধাতুর আকরিক
Ans : টিন 


75. কার্নালাইট – কোন ধাতুর আকরিক
Ans : পটাশিয়াম


76. ক্রায়োলাইট – কোন ধাতুর আকরিক
Ans : এলুমিনিয়াম 


77. সিডেরাইট – কোন ধাতুর আকরিক
Ans : লৌহ 


78. আজুরাইট – কোন ধাতুর আকরিক
Ans : তামা 


79. অ্যানহাইড্রাইট – কোন ধাতুর আকরিক
Ans : ক্যালশিয়াম 


80. রক সল্ট – কোন ধাতুর আকরিক
Ans : সোডিয়াম


 

বাকি প্রশ্নগুলো পেতে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও 

File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 600 kb
No. of Pages : 11 


Also Download :







Leave a comment